মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলা সীমানাধীন ইছামতি নদীতে অবৈধ বালু উত্তোলেন করায় মো. আলাউদ্দিন মাদবর (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার দোসরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদীখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে এ জরিমানা করেন।
সিরাজদীখান উপজেলার ইউএনও রওনক আফরোজ সুমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার রামানন্দ গ্রাম সংলগ্ন ইছামতি নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো অনেকদিন যাবৎ। খবর পেয়ে সেখানে গিয়ে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য প্রত্যক্ষ করে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে বালু ব্যবসায়ী আলাউদ্দিনকে আটক করা হয় এবং ৫০ হাজার জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধ শেষে মুচলেকা দিলে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান