ডেস্ক: নির্বাচনে জয়লাভ করলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)’র তহবিলকে সঠিকভাবে ব্যবহার করে সমানভাবে সকলের পরিসেবা নিশ্চিত করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ। জাতীয় স্বাস্থ্য খাতের উন্নয়নকেই অগ্রাধিকার দেবেন তিনি।
আজ সকালে ভোটগ্রহণের আগে সাংবাদিকদের এমনই অনুভূতির কথা জানালেন টিউলিপ। যুক্তরাজ্যে স্থানীয় সময় আজ সকাল ৭ টা থেকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত।
টিউলিপ জানান, বিজয় লাভের পর সর্বপ্রথমে আমার পরিবারকে এ খুশির খবর দেবেন। তিনি আশা প্রকাশ করেন, মেজরটি আসনে লেবার পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
তিনি লন্ডনের হ্যাম্পস্টেড-কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লন্ডনে লেবার পার্টির জন্য ১০টি আসন সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বলে মনে করেন দলের নির্বাচনী ক্যাম্পেইন গ্রুপ। এরমধ্যে হ্যাম্পসটেড-কিলবার্ন অন্যতম। এ আসনে ৮০ হাজার ভোটার রয়েছে। বরাবরই এখানে বেশি ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১০ সালের জাতীয় নির্বাচনে যুক্তরাজ্যে ভোট দেয়ার গড় হার ছিল ৬৫ দশমিক ৩ শতাংশ। কিন্তু এআসনে প্রায় ৬৬ শতাংশ পড়ে। ধারণা করা হচ্ছে- এবারও সর্বোচ্চ ভোট পড়বে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান