সিনহুয়ার রিপোর্টে তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিমানটিতে ৫৪ জন যাত্রী এবং চার জন ক্র ছিল। পেঙ্গু প্রদেশের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিমানের অপর ৭ যাত্রীও এতে আহত হয়েছে।
ধারণা করা হচ্ছে বাজে আবহাওয়ার কবলে পড়েই বিমানটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালেই তাইওয়ানে আঘাত হানে টাইফুন মাতমো। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়ও সেখানে বৃষ্টি হচ্ছিল। বাজে আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্ধকারে দমকলকর্মীরা টর্চলাইট ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান