ফারুক আহমেদ সুজন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেস্টওয়ে গ্রুপের ১২ টি আবাসিক প্রকল্পের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রকল্পগুলো হলো; পূর্বাচল বেস্টওয়ে সিটি, নিউ ঢাকা মডেল টাউন,পূর্বাচল সবুজ ঢাকা, এনআরবি টাউন পূর্বাচল, বেস্টওয়ে ইকো ভিলেজ,এনআরবি ইকো ভিলেজ, ফেইরি ল্যান্ড-১,২,৩,৪,৫ ও ৬।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ রুল জারি করেন।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে প্রণীত আইন না মেনে
ওইসব আবাসিক প্রকল্পের উন্নয়ন কাজ করায় আদালত এই রুল দেন।
জনৈক আফজালুর রহমানের দায়ের করা রিটে বেস্টওয়ে কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বাইরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)সহ ৯ জনকে বিবাদী করা হয়েছে। গত ২২ এপ্রিল আদালত রুল জারি করেন।
আদেশের বিষয়ে জানতে চাইলে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন,বিধি ভেঙে আবাসিক প্রকল্প করায় বেস্টওয়ের বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবেনা সংশ্লিষ্ট বিবাদীদের কাছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
একইসঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই সব প্রকল্প এলাকায় আগের অবস্থা ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবেনা তাও জানতে চাওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া জলাধার ও কৃষিজমি ভরাট করে আবাসিক প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে বেস্টওয়ের কি কি বৈধতা রয়েছে তার আইনি প্রমাণপত্র আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে আদালতে উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।