বাংলার খবর২৪.কম নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে সোমবার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ১০-১২টি দোকানপাটে হামলা ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির একক প্রার্থী সাথে আওয়ামী লীগের অজিউল্লা ও হাবিউল্যা পলাশ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে বিএনপির জুয়েল বিজয়ী হন।
সোমবার রাত আটটার দিকে নির্বাচনে পরাজয়ের জন্য অজিউল্লা ও হাবিউল্যা পলাশ একে অপরকে দায়ী করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রাত পৌনে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোস্তফা কামাল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারের ১০-১২টি দোকানপাটে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান