ঢাকা : সরকার ক্ষমতা ধরে রাখার জন্য নিপীড়নের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বুধবার বিকেলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাবলু বলেন, দেশে আজ দুই দল তথা বিএনপি ও আওয়ামী লীগের ক্ষমতা পালা-বদলের অসুস্থ রাজনীতি চলছে। বিএনপি একদিকে জ্বালাও-পোড়াও পেট্রলবোমা নিক্ষেপ করে গণতন্ত্রের পথকে কন্টকময় করছে। আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে মানুষ হত্যা করেছে আর অপরদিকে ক্ষমতাসীন দল ক্ষমতা ধরে রাখার জন্য দমন-নিপীড়নের আশ্রয় নিচ্ছে। আমরা এই দুই দলের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতিকে প্রত্যাখান করার জন্য জনতার কাছে আহবান জানাচ্ছি।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপি’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোবারক হোসেন আজাদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাড. মো: রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব আরিফ খান, গোলাম মো: রাজু, প্রচার সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, হারুন- অর- রশিদ, যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।
এর আগে দলীয় মহাসচিব ৩১ কেজি ওজনের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।