ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তুরাগ নদের সীমানা পুনরায় চিহ্নিত করে খুঁটি স্থাপনের জন্য দায়ের করা হাইকোর্টের একটি আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তুরাগ নদে এখনকার সীমানা খুঁটিই ঠিক থাকছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, 'আপিল বিভাগের আদেশ অনুসারে এখন তুরাগ নদে সীমানা নির্ধারণে সরকার নির্ধারিত যে খুঁটি বসানো আছে, তা বহাল থাকবে।'
মামলার বিবরণে জানা যায়, বুড়িগঙ্গাসহ রাজধানীর আশাপাশের চার নদী রক্ষায় ২০০৯ সালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
ওই রিটে একই বছরের ২৫ জুন হাইকোর্ট চার নদী রক্ষায় ১২ দফা নির্দেশনা দিয়ে ঐতিহাসিক রায় দেন।
ওই রায় অনুসারে তুরাগ নদের সীমানা পিলার সঠিকভাবে স্থাপন না করায় গত বছর এইচআরপিবি হাইকোর্টে ফের একটি সম্পূরক আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্ট গত বছরের ২৪ জুলাই দুই সপ্তাহের মধ্যে ভরা মৌসুমে তুরাগ নদীতে সীমানা খুঁটি স্থাপনের নির্দেশ দেন। এরপর ওই আদেশ অনুসারে আমিন অ্যান্ড মোমিন নামে একটি কোম্পানির দখলে থাকা প্রায় নয় একর জমি মুক্ত করে সরকার খুঁটিও স্থাপন করে।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে আমিন অ্যান্ড মোমিন কোম্পানি। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দেন। এর বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন রিট আবেদনকারী ওই কোম্পানি। পরে চেম্বার আদালত আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে পাঠিয়ে দেন। বুধবার আপিল বিভাগ শুনানি নিয়ে আদেশ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান