বগুড়া : জেলখানায় কারাবন্দী অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে রাষ্ট্রকে এর গ্রহণযোগ্য জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়রম্যান মিজানুর রহমান।
বুধবার বিকেলে বগুড়া জিলা স্কুলে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, জেলখানায় কারও মৃত্যু হতেই পারে। তবে বন্দী অবস্থায় মৃত্যু হলে এই মৃত্যুর ব্যাপারে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ কারণেই রাষ্ট্রকে এর জবাব দিতে হবে; যে জবাব জনগণের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে।
এ সময় বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ হচ্ছে না কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধে মানবাধিকার কমিশন যে সুপারিশমালা রাষ্ট্রকে দিয়েছে তা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান