পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সুন্দরবনে ফের জাহাজডুবি গলছে সার : জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির আশঙ্কা

বাগেরহাট : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদের বিমলের চর এলাকায় পাঁচশ’ টন সার নিয়ে ডুবে যাওয়া জাহাজ জাবালে নূর এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এর ফলে সার গলে ছড়িয়ে পড়ছে। এ কারণে ওই এলাকায় জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে জেলা প্রশাসন ও বনবিভাগের দাবি- জীবজন্তুর কোনো ক্ষতি হবে না।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বন বিভাগের শ্রমিকরা বালতি দিয়ে গলে যাওয়া সার অপসারণ করছেন। জাহাজ থেকে ছড়িয়ে পড়া সারের লাল ও পুরু আস্তরণ ভাসছে পানিতে। ঘটনাস্থলে জাহাজের মালিক পক্ষ বা মাস্টার-নাবিক কাউকে পাওয়া যায়নি।

এদিকে জাহাজডুবির ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বাগেরহাটের শরণখোলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে।

বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঘটনাস্থলে আসা উদ্ধারকারী জাহাজ এমবি নুসরাত-ই-হক ও এমবি তছির উদ্দিন রাতে কোনো কিছু না জানিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) ড. সুনীল কুমার কুন্ডু, পূর্ব বনবিভাগ বাগেরহাটের ডিএফও মো. আমীর হোসাইন চৌধুরী ও বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক (ডিডি) মো. জয়নুল আবেদীন।

এ সময় জেলা প্রশাসক জানান, ড্রেজার দিয়ে সার তোলার চেষ্টা করা হবে। বিকল্প রুট চালু না হওয়া পর্যন্ত সুন্দরবনের ভেতর দিয়ে সীমিত পরিসরে জাহাজ চলাচলের নিদের্শনা দেওয়া হয়েছে। মংলার ঘষিয়াখালী নৌ-চ্যানেল চালু হলে সুন্দরবন দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হবে।

বনসংরক্ষক (সিএফ) ড. সুনীল কুমার কুন্ডু জানান, ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষের কারো সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। আর সার অপসারণের কাজ চলছে বনবিভাগের তত্ত্বাবধানে। পটাশ সার জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয় বলে মন্তব্য করেন তিনি।

কৃষি বিভাগের উপ-পরিচালক মো. জয়নুল আবেদীন বলেন, ‘পটাশ সার পানিতে মিশলেও মাছ ও ডলফিনের তেমন কোনো ক্ষতি হবে না। তবে শামুক, ঝিনুকসহ ক্ষুদ্র কিছু জলজ প্রাণীর ক্ষতির আশঙ্কা রয়েছে।’

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাঙ্কার ‘সাউদার্ন স্টার সেভেন’ ডুবে যায়। ট্যাঙ্কারের তেল সুন্দরবনের নদ-নদীতে মিশে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনার ৫ মাসের মাথায় সুন্দরবনে সারবাহী জাহাজডুবির ঘটনা ঘটল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সুন্দরবনে ফের জাহাজডুবি গলছে সার : জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির আশঙ্কা

আপডেট টাইম : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫

বাগেরহাট : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদের বিমলের চর এলাকায় পাঁচশ’ টন সার নিয়ে ডুবে যাওয়া জাহাজ জাবালে নূর এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এর ফলে সার গলে ছড়িয়ে পড়ছে। এ কারণে ওই এলাকায় জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে জেলা প্রশাসন ও বনবিভাগের দাবি- জীবজন্তুর কোনো ক্ষতি হবে না।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বন বিভাগের শ্রমিকরা বালতি দিয়ে গলে যাওয়া সার অপসারণ করছেন। জাহাজ থেকে ছড়িয়ে পড়া সারের লাল ও পুরু আস্তরণ ভাসছে পানিতে। ঘটনাস্থলে জাহাজের মালিক পক্ষ বা মাস্টার-নাবিক কাউকে পাওয়া যায়নি।

এদিকে জাহাজডুবির ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বাগেরহাটের শরণখোলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে।

বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঘটনাস্থলে আসা উদ্ধারকারী জাহাজ এমবি নুসরাত-ই-হক ও এমবি তছির উদ্দিন রাতে কোনো কিছু না জানিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) ড. সুনীল কুমার কুন্ডু, পূর্ব বনবিভাগ বাগেরহাটের ডিএফও মো. আমীর হোসাইন চৌধুরী ও বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক (ডিডি) মো. জয়নুল আবেদীন।

এ সময় জেলা প্রশাসক জানান, ড্রেজার দিয়ে সার তোলার চেষ্টা করা হবে। বিকল্প রুট চালু না হওয়া পর্যন্ত সুন্দরবনের ভেতর দিয়ে সীমিত পরিসরে জাহাজ চলাচলের নিদের্শনা দেওয়া হয়েছে। মংলার ঘষিয়াখালী নৌ-চ্যানেল চালু হলে সুন্দরবন দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হবে।

বনসংরক্ষক (সিএফ) ড. সুনীল কুমার কুন্ডু জানান, ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষের কারো সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। আর সার অপসারণের কাজ চলছে বনবিভাগের তত্ত্বাবধানে। পটাশ সার জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয় বলে মন্তব্য করেন তিনি।

কৃষি বিভাগের উপ-পরিচালক মো. জয়নুল আবেদীন বলেন, ‘পটাশ সার পানিতে মিশলেও মাছ ও ডলফিনের তেমন কোনো ক্ষতি হবে না। তবে শামুক, ঝিনুকসহ ক্ষুদ্র কিছু জলজ প্রাণীর ক্ষতির আশঙ্কা রয়েছে।’

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাঙ্কার ‘সাউদার্ন স্টার সেভেন’ ডুবে যায়। ট্যাঙ্কারের তেল সুন্দরবনের নদ-নদীতে মিশে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনার ৫ মাসের মাথায় সুন্দরবনে সারবাহী জাহাজডুবির ঘটনা ঘটল।