ঢাকা : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, জেলা বাজেটকে যদিও মনে করা হয় সোনার হরিণ। কিন্তু আমি মনে করি এটা প্রাকটিকেল কোন আইডিয়া নয়। বাজেট প্রণয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আমাদের ক্ষমতা কাঠামো এখনো স্থিতিশীল নয়। স্থানীয় সরকারের সঙ্গে সংসদ সদস্যদের এক ধরনের টানাপোড়ন রয়েছেই। উপজেলা পরিষদে সংসদ সদস্যরা হস্তক্ষেপ না করলেই ভালো হয়।
গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, আমাদের দেশের অতি দরিদ্রের পরিমাণ হচ্ছে ১১-১২ শতাংশ, যারা কিনা উপজাতীয়, চরাঞ্চল, হাওর এলাকা, ভূমিহীনসহ বেশ কিছু। আর এদের যদি উন্নয়ন করা না যায়, তাহলে উন্নয়ন সম্ভব নয়।
কাজ করার ক্ষেত্রে নিজেদের চৌকিদারে সাথে তুলনা করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের উপদেষ্টা আমিনুল ইসলাম বেলাল বলেন, আমাদের অধীনে ১০ জন চৌকিদার থাকে। আবার আমরা প্রশাসনের চৌকিদার। অথচ আমাদেরকে বলা হয় প্রশাসনের অংশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান