বাংলার খবর২৪.কম,চাঁদপুর : চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৬শ বস্তা চোরাই সার উদ্ধার করেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের ৫নং ফেরিঘাট এলাকার ডাকাতিয়া নদীতে একটি কার্গো থেকে এই সার জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৫নং ফেরিঘাটে লোকজন একটি কার্গো থেকে সার উত্তোলন করছিলেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
পরে সারগুলো উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়। আটক পটাশ জাতীয় সারগুলোর বস্তার গায়ে লেখা আছে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেনেন্ট হাসানুর রহমান বাংলামেইলকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫নং ফেরিঘাট এলাকায় একটি কার্গো থেকে প্রায় ৬শ বস্তা সার আটক করা হয়। পরে সেগুলো কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
সারগুলো নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শিরোনাম :
৬শ বস্তা চোরাই সার উদ্ধার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৪০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪
- ১৭৪০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ