ঢাকা : প্রধানমন্ত্রীর ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগই হচ্ছে বাংলাদেশের আসল জাতীয়তাবাদী দল। কেন না দেশের স্বার্থে বিশ্বের কোনো দেশের কাছে দলটি মাথা নত করে না। চাপের মুখেও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে না।’
বুধবার সন্ধ্যায় রাজধানীতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
জয় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষ সেই দলের জন্য মুখে জয় বাংলা বলতে লজ্জা পায়। এটা তো উল্টো লজ্জার বিষয়। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। জয় বাংলা হচ্ছে আমাদের স্বাধীনতার স্লোগান। জয় বাংলা হচ্ছে বাংলাদেশের সেøাগান। যে ব্যক্তি জয় বাংলা বলতে লজ্জা পাবে সে বাঙালি নয়। সে বাঙালি হতে পারে না।
বাংলাদেশ এখন সক্ষম রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, কয়েক দিন আগে বিশ্বের একটি মহান রাষ্ট্রের প্রতিনিধি এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। ওই প্রতিনিধি বাংলাদেশের এত প্রশংসা করছিলেন যে, একপর্যায়ে প্রধানমন্ত্রী আমার কানে কানে বলছিলেন, কী ব্যাপার এত প্রশংসা কেন?
জয় উল্লেখ করেন, একপর্যায়ে ওই বিদেশী প্রতিনিধি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনাদের জন্য আমরা কী করতে পারি। আপনারা কী চান? তখন প্রধানমন্ত্রী তাকে উত্তর দিয়েছিলেন, ‘আমাদের কিছুই চাই না। আমরা ভাল আছি।’