ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদুল ইসলাম সোনা নামে এক মোটর শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে শ্রমিকলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুরের মোটর শ্রমিক অফিসের নিকট এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের বাড়ি শহরের বাসস্ট্যান্ড পাড়ায়।
স্থানীয়রা জানিয়েছে, কোটচাঁদপুরের পাল্লাট বিল ও টেম্পু বাসস্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল শ্রমিকলীগ নেতা কর্মীদের মধ্যে।
এর জের ধরে শ্রমিকলীগ নেতা মাসুদ, কালা ফারুক সহ অন্যরা মোটর শ্রমিক শহিদুলকে ধাওয়া করে। রাস্তায় পড়ে গেলে তাকে ব্যাপক মারপিট করে দুর্বৃত্তরা।
পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির সাংবাদিকের জানিয়েছেন, টেম্পু স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধের জের ধরে মোটর শ্রমিক শহিদুল ইসলাম মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান