বাংলার খবর২৪.কম গাইবান্ধা : গাইবান্ধা-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা জাতীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির গোবিন্দগঞ্জে আগমনের সংবাদ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আগে থেকে অবহিত না করার প্রতিবাদে সোমবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী সাদেক, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু, যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারন সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, কৃষকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারন সধারন সম্পাদক আহসানুল শেখ সুমন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আরিফ যুগ্ম আহ্বায়ক রাজিব প্রমুখ। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দিলে প্রায় আধা ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে অবহিত না করে গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি মতবিনিময় কর্মসূচী দিলে ওই বিক্ষোভ প্রদর্শন ও অবরোধ কর্মসূচী পালন করা হয়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে পুলিশের রয়েছে।
শিরোনাম :
আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪
- ১৬২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ