ডেক্স: ইতালি উপকূলের অদূরে শতাধিক আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ৪০ জন অভিবাসী মারা গেছে। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন দুর্ঘটনা থেকে বেঁচে আসা কয়েকজনের অভিবাসীর উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ খবর জানায়। সেভ দ্য চিলড্রেনের গিওভান্না ডি বেনেডেত্তো বলেন, নৌকাটিতে ১৩৭ জন লোক ছিল, তাদের অনেকে নৌকা থেকে সাগরে পড়ে যায়। কেউ বলেছে, অনেকে’ আবার অনেকে বলেছে প্রায় ৪০ জন মারা গেছেন। আর বেঁচে যাওয়া এসব অভিবাসী প্রায় ২০০ জনের একটি দলের অংশ, এরা দু’টি আলাদা নৌকায় করে আসছিল। বিগত কয়েক দিনে এদের সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়ারা মঙ্গলবার কানেটা জাহাজ ‘জেরান’-এ করে সিসিলি’র পূর্ব উপকূলে ক্যাটানিয়ায় এসে পৌঁছে। জাহাজটিতে পাঁচটি মৃতদেহও এসেছে। বেঁচে যাওয়ারা জানায়, সপ্তাহান্তে ইতালির নৌ-বাহিনী ও কোস্টগার্ড পরিচালিত উদ্ধার অভিযানের অল্প আগে এ দুর্ঘটনা ঘটে। এ অভিযানে কিছু বাণিজ্য জাহাজের সহায়তায় প্রায় ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।
সোমবার ইতালির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে তিন হাজারের বেশি অভিবাসী অবতরণ করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান