খুলনা : খুলনার বাগমারা সদরের রায়পাড়া ক্রসরোডের মিস্ত্রি পাড়া থেকে আল-মামুন (২৮) ও ওমর ফারুক (২৬) নামে দুই যুবককে মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ আটক করে পুলিশ। পরে রাতেই ‘বন্দুকযুদ্ধে’ মামুন নিহত এবং অপর যুবক ওমর ফারুক গুলিতে আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সন্দেহের ভিত্তিতে রিকশা থেকে নামিয়ে মামুন ও ফারুককে তল্লাশি করে পুলিশ। এসময় তাদের কাছে অস্ত্র থাকায় আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটকের পর দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বুড়ির বাগান এলাকায় তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্ম-রক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মামুন মারা যায়, ওমর ফারুক গুলিতে আহত হয়।
এদিকে তাদের আটকের পর ওসি জানিয়েছিলেন, পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার সকাল থেকেই রায়পাড়া ক্রসরোডের মিস্ত্রি পাড়ায় টহল দিচ্ছিল। এ সময় রিকশায় দুই যুবককে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামিয়ে দেহ তল্লাশি করে। পরে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
ওই ঘটনায় থানায় অস্ত্র আইনে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান