
বাংলার খবর২৪.কম বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে সীমাহীন জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন্ ধরনের ভারী যানবাহন। ফলে যে কোন মূহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।
সূত্রমতে, উপজেলার জনগুরুত্বপুর্ন কাথম থেকে কালিগঞ্জ সড়ক, বেলঘরিয়া থেকে নামুইট, সিমলা থেকে পন্ডিতপুকুর, নন্দীগ্রাম থেকে শেরপুর, কদমকুড়ি মোড় থেকে ধুন্দার বাজার, পৌর শহরের ভূমি অফিস থেকে ঢাকুইর মোড়, ওমরপুর হতে ডেরাহার তিনমাথা পর্যন্ত পাকা সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুই/একটি জায়গায় কিছু ইটের খোওয়া দিয়ে মেরামত করা হলেও কার্পেটিংয়ের কাজ অসমাপ্ত রয়েছে। সে কারণে আরো খানাখন্দের সৃষ্টি হচ্ছে।
একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে কাঁদা পানি জমে থাকে। যে কারণে মাঝে মধ্যেই গর্তের মধ্যে পড়ে ভারী যানবাহন আটকে থাকতে দেখা যায়। নি¤œমানের কাজ হওয়ার কারণেই সড়কগুলোর বেহাল দশা বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। সিএনজি চালক মাহাবুর রহমান মিঠু, রাজু আহমেদ জানান, কাথম-কালিগঞ্জের সড়ক দিয়ে পাশ্ববর্তী নওগাঁ জেলার আত্রাই ও সিংড়া উপজেলার কালিগঞ্জসহ বিভিন্ন গ্রামের যোগাযোগ রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শতশত যানবাহন ওই রাস্তা দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। তাছাড়া বেহাল দশার রাস্তাগুলো সংস্কার না করায় মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন। দলগাছা গ্রামের আরাফাত হোসেন বলেন, কাথম-কালিগঞ্জ ও ভাটরা থেকে পন্ডিতপুকুর পর্যন্ত সড়কটি অত্যন্ত ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে। মাঝে মধ্যেই সড়ক উন্নয়নে কাজ শুরু করা হলেও সঠিকভাবে কাজ শেষ করা হয় না। ফলে সড়কের অসংখ্য স্থানে ভয়াবহ গর্র্তের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীবাহী বাস, ট্রাক, ভটভটি, সিএনজিসহ বিভিন্ন যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। উপজেলার বুড়ইল গ্রামের কালিপদ নামে এক ব্যক্তি বলেন, নন্দীগ্রাম-শেরপুর সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। এপর্যন্ত যতবার সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, তার অধিকাংশই লুটপাট করা হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কগুলো বগুড়া সড়ক ও জনপথ বিভাগ(সওজ)র আওতাধীন রয়েছে। রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বও তাদেরই। তবে জনগুরুত্ব এসব সড়কগুলো দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা প্রয়োজন। বগুড়া সড়ক ও জনপথের (সওজ) বগুড়া নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, জেলার বেশকিছু জায়গা সংস্কার ও মেরামত করা প্রয়োজন। এখন বর্ষা মৌসুম। তাছাড়া বরাদ্দ এলে প্রয়োজন ও অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ করা হবে।