কুড়িগ্রাম : বহুল আলোচিত ও দীর্ঘ দিনের প্রতীক্ষিত স্থল সীমান্ত বিলটি মঙ্গলবার ভারতীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই খবরে পরম স্বস্তি পেয়েছেন ছিটমহলবাসী।
বুধবার ভারতীয় সংবিধানের ১১৯তম সংশোধনী বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর বৃহস্পতিবার লোকসভার উচ্চ কক্ষে এটি পাস করার কথা রয়েছে।
এটি অনুমোদন হলে ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময়সহ অমীমাংসিত সমস্যার অবসান হবে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
এর আগে মঙ্গলবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাসভবনে এক বৈঠকে স্থল সীমান্ত বিলটি অপরিবর্তিতভাবে পাশ করানোর সিদ্ধান্ত হয়।
এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি।
১৯৭৪ সালে ছিটমহল বিনিময়ে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে উভয় দেশের ছিটবাসীরা দীর্ঘ দিন ধরে অভিন্ন কর্মসূচি পালন করে। এর ধারবাহিকতায় ২০১১ সালে ঢাকায় হাসিনা-মনমোহন প্রটোকল স্বাক্ষরিত হয়।
২০১৩ সালে ভারতের কংগ্রেস সরকার ল্যান্ড বাউন্ডারি চুক্তির বিলটি পার্লামেন্টে উত্থাপনের চেষ্টা করলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির মুখে বিলটি আলোর মুখ দেখেনি। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দু’দেশের সম্পর্ক উন্নয়নে ছিটমহল বিনিময়ের বিষয়টি প্রাধান্য পায়। তখন নমনীয় হন মমতা।
৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের এক জনসভায় ছিটমহল বাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে ছিট বিনিময়ে তার সম্মতির কথা জানায়।
এদিকে ছিটমহল বিনিময় হলে দু’দেশের প্রায় ৫২ হাজার মানুষের ৬৭ বছরের বন্দী জীবনের অবসান ঘটবে। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিট মহলের ৩৭ হাজার ৩’শ ৬৯জন এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশির সংখ্যা ১৪ হাজার ২’শ ১১ জন।
চুক্তিটি বাস্তবায়ন হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২’শ ৫৮ একর জমি এবং ভারত পাবে ৫১টি ছিটমহলের ৭ হাজার ১১০ একর জমি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান