নাটোর : উৎসাহ উদ্দীপনায় নাটোরে হয়ে গেল ২৫ জোড়া দম্পতির গণবিয়ে।
মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার চাপিলায় যৌতুক বিহীন এ গণবিয়ে সম্পন্ন হয়।
চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া কেজি স্কুলে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের আার্থিক সহযোগিতায় ও কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনায় এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।
স্কুল চত্বরে গণবিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় খামার পাথুরিয়া খাদিজাতুল কুবরা মাদরাসার মুহ্তামীম মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে গণবিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির মহাপরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল হক।
প্রতিষ্ঠানের আয়োজনে ৪ দফায় ১৩৫টি যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২৫ জোড়া দম্পতিকে আয়োজকদের পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ভ্যানগাড়ি, সেলাই মেশিন, লেপ-তোষক ও হাড়ি-পাতিলসহ ৬২ প্রকার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বর-কনে ছাড়াও বিপুল পরিমান অতিথিকে আপ্যায়ন করানো হয়। পরে বিনামূল্যে চক্ষুশিবির ক্যাম্পে ১শ’জন দুস্থ ও গরীব রোগীর চোখের অপারেশন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ও কুয়েত জোয়েন্ট রিলিফ কমিটির বাস্তবায়নে ওই বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান