বাংলার খবর২৪.কম :হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আউশকান্দি তথা নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে আন্দোলনের বিশাল প্রস্তুতি সভায় সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, আমাদের বিবিয়ানার গ্যাস ক্ষেত্র থেকে সারা বাংলাদেশ আলোকিত করবেন আর আমাদের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবেন না, তা নবীগঞ্জবাসী কখনো মানবেনা। পেট্রোল বাংলা ও জালালাবাদকে উদ্দেশ্যে করে নেতৃবৃন্দ আরো বলেন, আউশকান্দি অঞ্চলের লোকজন দীর্ঘদিন ধরে গ্যাসের ন্যায্য দাবী নিয়ে নানা আন্দোলন করে যাচ্ছেন, এই আন্দোলনকে কখনো বৃথা যেতে দেয়া যাবেনা এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ না দিয়ে তারা বানিজ্যিক ভাবে গ্যাস সংযোগের যে প্রক্রিয়া শুরু করেছে তা এলাকাবাসী কখনো বাস্তবায়িত হতে দেবেনা।
অনতি বিলম্বে নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী মেনে নেওয়ার জন্য প্রধান মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যতায় উপজেলার সর্বস্থরের লোকজনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন। গতকাল শনিবার বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত আন্দোলন প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন, এলাকার বিশিষ্ট মুরব্বি শাহনুর আলম শাহনুর।
সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা শিহাব আহমদের পরিচালনায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবক দেওয়ান মিনহাজ গাজী। এতে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা হাজী আতাউর রহমান, ব্যবসায়ী শাহ মুস্তাকিম আলী প্রিন্স, উপজেলা জাপা নেতা মুরাদ আহমেদ, সাংবাদিক এম এ আজাদ, সচেতন নাগরিক সমাজের চৌকস নেতা আব্দুল মুকিত, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) হবিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা শফিকুল ইসলাম সেলিম, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, বামাকা নেতা লিটন দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি সৈয়দ আনহার আলী, রব্বান মিয়া, সিরাজ মিয়া, সাংবাদিক ও ব্যবসায়ী ছাদিকুল ইসলাম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুর নুর, কাচন মিয়া, ফকির ফজলু মিয়া, লেবু মিয়া, ব্যবসায়ী নেতা মুবাশ্বির আলী, রুহেল আহমদ, শাহ আশরাফ আলী, নজির মিয়া, শেখ কায়ছার হামিদম নাসির আহমদ প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩০শে আগষ্ট ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের প্রাণ কেন্দ্র আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সকাল ১০টার প্রতিকী অনশনের সিন্ধান্ত গৃহিত হয়। উক্ত প্রতিকী অনশনকে সফল করার লক্ষ্যে আগামী বুধবার বিকেলে ৩টায় আউশকান্দিতে পরামর্শ সভায় উপস্থিত থাকার জন্য নবীগঞ্জ উপজেলার সর্বস্থরের জন সাধারনকে আহবান জানানো হয়।
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান