ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দলের অন্যতম দুই সেরা তারকা ফ্রাংক রিবেরি ও সেবাস্তিয়ান রাড’কে পাচ্ছেন না বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।
২৪ বছর বয়সী মিডফিল্ডার সেবাস্তিয়ান রাড পায়ের পেশিতে চোটের কারণে লেভারকুসেনের বিপক্ষে রোববার লিগ ম্যাচে খেলতে পারেননি। তবে বার্সেলোনার বিপক্ষে বুধবারের ম্যাচ খেলার জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে একটা আশা ছিল বায়ার্নের। কিন্তু মঙ্গলবার সেই সম্ভাবনা নাকচ করে দেয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
অন্যদিকে গত মার্চে শাখতার দোনেস্কের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া ম্যাচ থেকেই দলের বাইরে রয়েছে ফ্রাংক রিবেরি। বার্সেলোনা ম্যাচের আগে ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ ছিল পেপ গার্দিওলার। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তিনিও বার্সা ম্যাচ থেকে ছিটকে পড়েন।
বার্সেলোনার বিপক্ষে ইনজুরি সমস্যা বেশ ভোগাতে পারে বায়ার্ন মিউনিখকে। কেননা, রিবেরি ও রাড ছাড়া আরিয়্যান রোবেন, ডেভিড আলাবা ও টম স্টার্কের মতো খেলোয়াড়রা ইতোমধ্যেই দল থেকে ছিটকে পড়েছেন।
অন্যদিকে দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানদস্কির খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদিও মুখে ব্যথা থাকা সত্ত্বেও ব্যথা প্রতিরোধ করতে পারে এমন মুখোশ পড়ে খেলবেন বলে জানিয়েছেন এই পোলিশ তারকা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান