ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আংশিক সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ। আগামী ২৫ মে অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ ও তাকে জেরার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই আসামির পক্ষে হারুন-অর-রশিদকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী। ওই মামলায়ও বাদী ও প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন হারুন-অর-রশিদ। আগামী ২৫ মে অসমাপ্ত জেরারও দিন ধার্য করেছেন আদালত।
এদিকে খালেদা জিয়া এ দুই মামলায় হাজিরা দিতে আদালতে না গিয়ে শুনানি পেছাতে তার আইনজীবীদের মাধ্যমে যে দু’টি সময়ের আবেদন জানান, সেগুলো নামঞ্জুর করেছেন আদালত। তবে তার অনুপস্থিতির দুই আবেদন মঞ্জুর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান