ডেস্ক : গত রোববার যুক্তরাষ্ট্রের ডালাসে মুহাম্মদ (স.)র ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনীর সময় সম্মেলন কেন্দ্রর বাইরে যে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে তার দায়-দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্ট্যাট (আইএস)।
এ হামলাকে তারা প্রতিবাদ বলেও উল্লেখ করেছে।
ডালাসের কনফারেন্স সেন্টারের বাইরে ‘তাদের দলের দুইজন সৈন্য’ ছিল।
আল-বাইয়ান নামে একটি রেডিও বার্তার মাধ্যমে তারা এ হামলার দায় স্বীকার করেছে।
রেডিও বার্তায় তারা বলেছে, এখানে মুহাম্মদ (স.)র ব্যাঙ্গাত্মক ছবির প্রদর্শনী হয়েছে।
সম্মেলন কেন্দ্রের বাইরে প্রকাশ্য গোলাগুলির ঘটনায় সন্দেহ ভাজন উভয় ব্যক্তি নিহত হয়েছে।
সূত্র : বিবিসি