: অবেশেষে সব জল্পনায় জল ঢেলে ভ্যালেন্সিয়া থেকে ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথুকে ন্যু ক্যাম্পে উড়িয়ে আনলো বার্সেলোনা। পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো সেন্টারব্যাক ক্রয় করলো কাতালন ক্লাবটি। ২০ মিলিয়ন ইউরো বা ১৫.৮ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে লিওনেল মেসির ক্লাবের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন ম্যাথু।
৩০ বছর বয়সী ম্যাথু ফ্রান্সের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যিনি লেফটব্যাক ও সেন্টারব্যাক উভয় পজিশনেই খেলতে পারেন। ফরাসি এই তারকা বার্সেলোনার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োলের জায়গায় খেলতে পারেন বলে ধারণা করছেন স্পেনের ক্রীড়া পণ্ডিতরা। কিন্তু ম্যাথু কি ‘স্পেনের ষাড়’ পুয়োলের অভাবকে পূরণ করতে পারবেন?
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান