যশোর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার করেছে।
তবে বিজিবি এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের বারোপোতা মাঠ থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানান, পাচারকারীরা ভারত থেকে বিপুল সংখ্যক কচ্ছপের একটি চালান নিয়ে এপারে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা হবে বলে জানায় বিজিবি।
বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন ও পরিবেশ বিভাগের হাতে তুলে দেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান