বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
২০১৪-১৫ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে হল পরিদর্শনে এসে এ ঘোষণা দেন তিনি।
সকাল সাড়ে ১০টায় হল পরিদর্শন করেন উপাচার্য, এসময় তিনি ভর্তি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
সেশন জট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত ক্লাশ নিয়ে সেশন জট নিরশনে চেস্টা করবো।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে রংপুরে ২০টি সেন্টারে বেরোবির এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।