তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে ফসল রক্ষাবাধ কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। সোমবার মধ্যরাতে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের অন্তর্গত জিনারীয়া নামক বাধে এঘটনা ঘটে।
এ হাওড়ে প্রায় সহস্রাধিক একরের উপরে জমি রয়েছে।
এ ঘটনায় আট জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় পাটাবুকা গ্রামের ইব্রাহিম আমীরের ছেলে আইয়ুব আলী।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর বৈশাখের মধ্যবর্তী সময়ে কিছু ফসল ঘরে তুলতেই ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢল প্রবাহমান হলে, উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় অবৈধ মাছ শিকারীরা ওৎ পেতে থাকে এবং সুযোগ বুঝে যেকোন ফসল রক্ষা বাধ কেটে দিয়ে হাওড়ের ফসল বিনষ্ট করে তাদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে।
এ ব্যপারে জানতে চাইলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।