ঢাকা : খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে একটা স্থান দখল করে নেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ওয়ার্ড পার্যায়ের ছাত্রনেতা, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সংসদ সদস্য, সেখান থেকে জেলে। আর জেলে থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুরান ঢাকার দাপুটে নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন লালবাগ এলাকার সংসদ সদস্য ছিলেন প্রয়াত বিএনপি নেতা কর্নেল মীর শওকত আলী। তার আশীর্বাদপুষ্ট হয়ে ১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তৎক্ষালীন ৬৫ ও ৬৬নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন বর্তমান স্বতন্ত্র সাংসদ হাজী মোহাম্মদ সেলিম। এরপর তিনি যোগ দেন বিএনপির রাজনীতিতে। ওই সময় একই এলাকার ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের নেতা নাসির উদ্দিন পিন্টুও মীর শওকত আলির আশীর্বাদপুষ্ট হন। মীর শওকতের আশীর্বাদে পিন্টু হয়ে যান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
কিন্তু ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম এবং পিন্টু দু’জনেই লালবাগ এলাকায় বিএনপি থেকে মনোনয়ন চান। তবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেলিমকে নয় দলের টিকিট দেন পিন্টুকে। পরে হাজী সেলিম আওয়ামী লীগে যোগ দেন এবং লালবাগ এলাকার সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পান।
তবে ১৯৯৬ সালের ওই নির্বাচনে সেলিমকে পরাজিত করে নির্বাচিত হন পিন্টু। পরেরবার অবশ্য হাজী সেলিমের কাছে পরাজিত হন তিনি। গত বিএনপি সরকারের সময়ে টেন্ডারবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরই শিক্ষা ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ভবনসহ বিভিন্ন খাতের টেন্ডার নিয়ে মহোৎসবে মাতেন ঢাকার লালবাগের তৎকালীন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
বিগত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২০০১-২০০৬, সর্বোচ্চ সরকারি আনুকূল্য পান নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তার বিরুদ্ধে দায়ের করা সর্বোচ্চ ৭৬টি মামলা প্রত্যাহার করে যাবতীয় অপরাধের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কাছে পরাজিত হন পিন্টু। বিডিআর বিদ্রোহের পর তিনি গ্রেপ্তার হন। পরে বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের শুরু থেকেই কারাগারে ছিলেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দেন। তবে মনোনয়নপত্র জমা দিলেও তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় তা বাতিল হয়ে যায়।
পিন্টুর চিকিৎসা করতে দেননি জেলার
রাজশাহী: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাতদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন। রোববার বেলা ১২ টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়।
তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন দাবি করেন, হাসপাতালের বাইরেই পিন্টু মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ডা. রইস উদ্দিন আরো বলেন, ‘শনিবার কারাগার থেকে রামেক হাসপাতালের পরিচালকের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। সে অনুযায়ি তিনি শনিবার কারাগারে পিন্টুর চিকিৎসার জন্য গেলেও সিনিয়র জেল সুপার তাকে পিন্টুর চিকিৎসা করতে দেন নি।’
তবে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, নাসির উদ্দিন আহমেদ পিন্টু নানাবিধ অসুখে ভুগছিলেন। হার্ট, কিডনি, ডায়াবেটিকস, ব্লাডপ্রেসারসহ চোখ ও বুকের সমস্যা ছিলো তারা। রোববার বেলা ১২টার দিকে তিনি কারাগারের মধ্যে বুকের ব্যথা অনুভব করেন ও গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কারাগার থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে পিন্টু মারা যান।
কারা চিকিৎসক এসএম সায়েম জানান, বেলা ১১টার দিকে নাসিরুদ্দিন পিন্টু অসুস্থ বোধ করেন। তার বুকের ব্যথা তীব্র হলে দুপুর ১২টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন জানান, কারাবন্দি নাসিরুদ্দিন পিন্টু হার্ট, কিডনি, ডায়াবেটিকস, ব্লাডপ্রেসারসহ চোখ ও বুকের সমস্যায় ভুগছিলেন। কারাগার থেকেই শনিবার রামেক পরিচালকের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়। সেই অনুযায়ি শনিবার কারাগারে তিনি পিন্টুর চিকিৎসার জন্য যান। কিন্তু সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান তাকে পিন্টুর চিকিৎসা করতে দেন নি।’ তিনি বলেন, ‘রোগীর অবস্থা ভালো ছিলো না বলেই পরের দিনই এ দুর্ঘটনা ঘটেছে।’
এবিষয়ে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, ২৫ এপ্রিল তার ফলোআপ চিকিৎসার ডেট ছিলো। ওই দিন তাকে রামেক হাসপাতাল থেকে চিকিৎসা করে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার চিঠি দেয়ার পরেও কেনো বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নাসিরুদ্দিন পিন্টুর চিকিৎসা করা হয় নি এ প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান কোনো কথা না বলেই রামেক হাসপাতাল ত্যাগ করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান মন্টু কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে বলেন, শনিবার নাসিরুদ্দিন পিন্টুর সঙ্গে তিনি দেখা করেছেন। এ সময় পিন্টু তাকে জানান যে, কারা কর্তৃপক্ষ ঠিকমতো তাকে ওষুধ দিচ্ছে না।
প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালে গ্রেপ্তার হন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। এ বিচারে তার ১০ বছরের কারাদণ্ড হয়।
গত ২০ এপ্রিল তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। এর আগেও গত সপ্তাহে হার্টের সমস্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান