সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে রবিবার রাতে খাবার খেয়ে খাদ্যে বিষ ক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই পরিবারের ৬ সদস্য।
এরা হলো শৈব্য সমদ্দার (৫০), মালা সমদ্দার (২০), দিপক সমদ্দার (২৬),পূণির্মা সমদ্দার(২২), দিলীপ সমদ্দার(৩০) ও বিপ্লব সমদ্দার(৩৫)।
জানাগেছে,উপজেলার গান্ডতা গ্রামের খানা বাড়ির বাসিন্দা এ পরিবারটি গত রবিবার রাতে ভাত খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেবার সময় রাত দেড় টার দিকে পরিবারের এক সদস্য হঠাৎ বাড়ির পার্শ্বে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে চিকিৎসা দেবার সময় বাড়ির অন্য সদস্যরা অসুস্থ হয়ে পড়লে রাত দু’টার দিকে কাউখালী উপজেলা স্বা¯হ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে ।
তার আত্বীয়রা জানায়, তাদের ধারনা বড়ির মালামাল চুরি করার জন্য ভাতের সাথে জ্ঞান হারানোর কেমিক্যাল মিশিয়ে দিতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়া হলে বমি ও পাতলা পায়খানা হতো কিন্ত এদের সেগুলি নেই।
তিনিও বিষ জাতীয় কোন কেমিকেল মেশানোর আশংকা করেছেন। তবে এখন তারা বিপদ মুক্ত বলে জানিয়েছেন।উল্লেখ্য এর ১৬ দিন আগে কাউখালীর জয়কুল গ্রামের একটি বাড়িতে পরিবারের ৫ সদস্যদের রাতে খাবরের পর জ্ঞান হারিয়ে ফেললে কাউখালী উপজেলা জলা স্বা¯হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান