অনলাইন ডেস্ক
বিদেশি উদ্ধারকারীদের নেপাল ছাড়ার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। ভূমিকম্পের নয় দিন পর নেপাল সরকার এ অনুরোধ জানাল।
নেপাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,উদ্ধার কাজের চেয়ে এখন ত্রাণ বিতরণে বেশি জোর দেয়া হচ্ছে।এ কারণে ৩৪টি দেশের উদ্ধারকারী দলকে নেপাল ছাড়ার অনুরোধ করা হয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার
নেপাল সরকারের অনুরোধের পর এরই মধ্যে দেশটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন জাপান, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের উদ্ধারকারীরা।
গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের পর এ পর্যন্ত নেপালে ৭ হাজার ২০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।