রংপুর : আওয়ামী লীগ ও বিএনপি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “জাতীয় পার্টির মঙ্গল তারা চায় না। অতীতে এরশাদ ও জাতীয় পার্টির ওপরে যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যাচার করেছিল ঠিক সেভাবেই এখন কৃতকর্মের পরিণাম ভোগ করছেন খালেদা এবং তার দল।”
সোমবার বিকালে রংপুরের সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, “প্রকৃত বিরোধী দল হিসেবে জনগণের কাছে স্বীকৃতি পেতে হলে জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে “
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “দেশের অবস্থা ভালো না। বর্তমানে দেশ অন্ধকারের দিকে রয়েছে। দেশের এ অবস্থায় অতিষ্ঠ জনগণ পরিবর্তন চায়। আর সহিংসতা চায় না, তারা মুক্তি পেতে চায়।”
তিনি বলেন, “অত্যাচার আর নিপীড়ন সহ্য করে জাপা ২৪ বছর ধরে টিকে আছে। অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আমাকে পঙ্গসহ হত্যা করার পরিকল্পনাও করা হয়েছিল, এরপরও সুস্থ রয়েছি।”
এরশাদ বলেন, “আমার শাসন আমলে নূর হোসেনের মৃত্যু হয়েছে। আজ প্রতিদিন গণতন্ত্রের জন্য নুর হোসেনের অনেকে মরছে। সেদিকে কারো দৃষ্টি নেই।”
আগামীতে বিএনপি’র অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা করে তিনি বলেছেন, “আগামীতে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন হবে জাতীয় পার্টির।”
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহানারা বেগম, সাবেক সাংসদ হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার এবং মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান