বাংলার খবর২৪.কম : নেতিবাচক সংবাদ পিছু ছাড়ছে না সমাজকল্যাণ মন্ত্রীর। আবারো নতুন সংবাদের জন্ম দিলেন তিনি। না, এবার প্রকাশ্যে ধূমপান কিংবা সাংবাদিকদের গালিগালাজ নয়। সভা অনুষ্ঠান চলছে, মন্ত্রীর ঘুমও চলছে। মঞ্চে বসে টানা ঘুম দিয়ে এবার আলোচনায় এসেছেন তিনি।
রোববার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরের রাস্তার পাশে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক দিবসের আলোচনা সভায় ঘুমিয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
মন্ত্রী প্রধান অতিথি হিসেবে সভাস্থলে আসেন বিকেল পৌনে ছ’টায়। বিপুল করতালি আর হর্ষধ্বনিতে তাকে অভিবাদন জানান দর্শক-শ্রোতারা। অভিবাদনপর্ব শেষে বসলেন চেয়ারে। হাই তোলা শুরু করলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে গেলেন। খানিক বাদে শুরু করলেন নাক ডাকা। একদিকে বক্তব্য চলছে অতিথিদের। আর অন্যদিকে নাক ডাকা চলছে মন্ত্রীর।
‘সুখ-নিদ্রায়’ বাদ সাধলেন অনুষ্ঠানের সৈনিক লীগের এক কর্মী। স্যার স্যার বলে কয়েকবার ডাকলেন তিনি। ঘুম ভাঙাল মন্ত্রীর। চেয়ে দেখেলেন, এক হাতে চা, অন্য হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন ওই কর্মী। নড়েচড়ে বসে কয়েক ঢাক পানি খেলেন। খুব দ্রুত চা পানের পর্ব শেষ করে আবার যথারীতি ঘুমিয়ে পড়লেন।
৭টা ২০ মিনিটে মাইকে প্রধান অতিথির বক্তব্য দিতে সৈয়দ মহসিন আলীকে ডাকা হয়। এসময় দ্রুত মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুল ইসলাম মন্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। মন্ত্রী ডায়াসে এসে বক্তব্য দেন। অবশ্য বক্তব্যের শেষ দিকে তার ঘুমের রেশ কেটে যায় বেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান