ঢাকা : সদ্য অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোন পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রশ্ন উঠেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে তিনি বলেছেন, এ নিয়ে কেউ কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে জবাব দেয়া হবে।
সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এসময় তিনি বলেন, নির্বাচন ভালো হয়েছে। অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা একেবারেই নগন্য।
নির্বাচন কমিশন সাড়ে চার ভাগ ভোট বাতিল করেছে বলেও জানান তিনি।
অপেক্ষায় থাকা বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তির বিষয়ে তিনি বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালে হাসিনা-মনমোহন যে প্রটোকল সই করেছেন সেটি এখনও বহাল আছে, ভবিষ্যতেও থাকবে। এখন শুধু তা বাস্তবায়নের অপেক্ষা।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান জানতে চেয়েছিলেন, ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু হলেও বাংলাদেশে তা ব্যবহার করা হচ্ছে না কেন। উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার এ ব্যাপারে আগ্রহী হলেও বিএনপি তাতে রাজি হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান