চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আগামী বুধবার শপথ নেবেন। এদের মধ্যে ১৪ জন সংরক্ষিত পদে নারী কাউন্সিলর এবং ৪৫ জন সাধারণ পুরুষ কাউন্সিলর রয়েছেন।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে ‘স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
এছাড়াও বুধবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১১টায় নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নিতে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান