ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মীর জাহান (২৫), এমদাদুল হক (২৩), আনিসুর রহমান (২২) ও জিয়াউল ইসলাম (২৩)।
জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে স্থানীয় বটতলা বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে সাজাপ্রাপ্ত আসামিরা তার গতিরোধ করে কুপিয়ে হত্যা করে। তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মীর জাহানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই হজরত আলী ফকির বাদি হয়ে ওই চারজনকে আসামি করে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান