ঢাকা : সেবামূলক শিল্প হওয়ায় সংবাদ পত্রের ওপর থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহার চেয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(নোয়াব)।
একই সঙ্গে পত্রিকার কাজে ব্যবহৃত নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহর করে শুল্কমুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি করে নোয়াব। এনবিআরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজেট আলোচনায় নোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক এ কে আজাদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবিরসহ বিভিন্ন পত্রিকার সংবাদ-প্রকাশক ও এনবি আরের বিভিন্ন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।