ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। আহতদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে ৪২ জন যাত্রী নিয়ে বাসটি ভোপালের ছাতারপুর থেকে সাতনা যাচ্ছিল। পান্না এলাকায় রাস্তায় একটি কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বাসটি নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটির প্রায় ১৫ ফুট পুড়ে যায়।
ভোপাল জেলা কালেক্টর এসএন চৌহান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরেকটি সূত্র দাবি করেছে, এঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।
এদিকে মধ্য প্রদেশ সরকার এদুর্ঘটনার পর নিহত প্রত্যেকের ক্ষতিপূরণ বাবদ ২ লাখ রুপি, গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ রুপি এবং সামান্য আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
দুর্ঘটনাস্থলে আগে থেকেই থাকা একজন গ্রামবাসী জানায়, বাসটি দ্রুত গতিতে বনবিভাগের একটি চৌকির স্থানে এসে পান্না ন্যাশনাল পার্কের নিকটে দুর্ঘটনা ঘটে। এসময় বনের একজন নিরাপত্তাকর্মী দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান