ঢাকা : বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমদ পিন্টুর মৃত্যুর বিষয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পিন্টুকে হত্যা করা হয়েছে। কেন কোর্টের আদেশ মান্য করা হয়নি? হাসিনা দোষী, সে ছাড় পাবে না। কারণ তার নির্দেশেই সব কিছু করা হয়।
রোববার রাতে নিজের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এরা মানুষরূপী পিশাচ কাজেই সব খুনের বিচার হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত চেয়ে খালেদা জিয়া বলেন, শান্তির পথে কাজ না হলে মানুষ প্রতিবাদী হয়ে উঠবে।
এসময় ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, অনেকেই বলেন- বিএনপির এত জনপ্রিয়তা বিএনপি নির্বাচনে গেলেই পারতো। কিন্তু আমরা ভেতরের ষড়যন্ত্রের কথা জানতাম। এই সিটি নির্বাচনেই তা প্রমাণ হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান