বাংলার খবর২৪.কম: বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ আরো চার বছর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যদিয়ে কুইক রেন্টালের মেয়াদ আরো চার বছর বাড়ানো হলো।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এ ছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৪ এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। প্রচলিত প্রকিউরমেন্ট বিধির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। এজন্য মেয়াদ বাড়িয়ে আরো চার বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৪ এর ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহ করা হবে দ্রুতভাবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৪ মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সামরিক শাসন আমলের এ আইনটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে কতিপয় ধারা সংশোধন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কোনো সার্টিফিকেট বা ডিগ্রি দেবে না। বার কাউন্সিলের মতো নার্সিং ডিগ্রি ব্যবহার করার জন্য এ প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হবে।
সচিব বলেন, আগে শুধু নার্সিং ছিল। এখন মিডওয়াইফারি যোগ করা হয়েছে। স্বাস্থ্যসচিবের নেতৃত্বে কাউন্সিলের কমিটি হবে। সাত সদস্যের নির্বাহী কমিটির প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব।
তিনি বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান যদি ডিগ্রি দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদন হবে। আইনে কাউন্সিলকে প্রবিধান তৈরির জন্য ক্ষমতা দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান