ডেস্ক : সকাল থেকে নেপালে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, দ্বিতীয়টি ৪ দশমিক ৩ ও তৃতীয়টি ৪ দশমিক ৫। এগুলো বড় মাত্রার কোনো ভূমিকম্প না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর মানুষজন ভয়ে ঘরে ফিরছেন না। তাবু গেড়ে খোলা আকাশের নিচেই বসবাস করছেন। পরপর তিনটি ভূমিকম্প ছোটো মাত্রার হলেও নেপালবাসীর মনে ভয়ের সৃষ্টি করেছে।
এদিকে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০০ হাজার। নেপালের বিমানবন্দরে বড় কোনো প্লেন অবতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: একান্তিপুর
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান