ঢাকা: আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) ব্লগার অভিজিৎ রায় হত্যার দায় স্বীকারের সঙ্গে সঙ্গে ব্লগার আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করেছে।
গত শনিবার জিহাদি ফোরামে পোস্ট করা একটি ভিডিওতে এ দাবি করেন একিউআইএসের নেতা অসীম উমর।
গোয়েন্দা প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ খবর জানিয়েছে।
একিউআইএসের ভিডিও বার্তায় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে অসীম উমরের ভিডিওবার্তার একটি অংশে ব্লগার রাজীব ও অধ্যাপক লিলনকে হত্যার দায়ও স্বীকার করা হয়েছে।
ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের অনলাইন সংস্করণে অসীম উমরকে ভারতীয় বলে উল্লেখ করেছে। উমর তার ভিডিওবার্তায় বলেছেন, ‘যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে অপমান করেছে, আল-কায়েদার মুজাহিদরা তাদের নরকে পাঠিয়ে দিয়েছে।’
উমর বলেন, ব্লগার আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকেও হত্যা করেছে আল-কায়েদার ‘হিট স্কোয়াড’। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল আউজ এবং উর্দু ব্লগার আনিকা নাজকে হত্যার দায়ও স্বীকার করেন।
উমর বলেন, ‘ফ্রান্স, ডেনমার্ক, বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য দেশে নবীর শত্রুতা তাঁকে অপমান করেছে, যা আল্লাহর ভক্তদের অনুভূতিতে আঘাত করেছে।’ তিনি বলেন, ‘ওয়াজিরিস্তান থেকে শার্লি এবদো-যুদ্ধ একটাই।’