পটুয়াখালী: পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুর মা পরিচয় দিয়ে এক নারী হোটেলে ওঠার পর শনিবার কন্যা শিশুটিকে ফেলে রেখে চলে যায়।
কিসমত বোর্ডিংয়ের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, শুক্রবার এক নারী শিশুটিকে নিয়ে আসেন। তিনি নিজের নাম খাদিজা আক্তার, স্বামী সোবাহান, গ্রাম নেতা বাজার, রাঙ্গাবালী, পটুয়াখালী পরিচয়ে কক্ষ ভাড়া নেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, শিশুটিকে কোনো সরকারি চাইল্ড কেয়ার সেন্টারে দেওয়ার জন্য তাঁরা যোগাযোগ করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান