ডেস্ক: প্রলয়ঙ্করী ভূমিকম্পের (সাত দিন) ১৬৮ ঘণ্টা পর নেপালের ধ্বংসস্তূপের নিচ থেকে ফানচু তাবাং নামে ১০১ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে উদ্ধার করা হয় বলে জানায় ।
ঘটনার আটদিন পর রবিবার আরো তিন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
পুলিশ জানায় উদ্ধার হওয়া ব্যক্তি ছোটখাটো আঘাত পেয়েছেন। তবে সুস্থ আছেন। তাকে হেলিকপ্টারে করে নিয়ে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল রাজধানী কাঠমান্ডুর উত্তরপূর্বে সিন্ধুপালচক জেলায় একটি ধ্বংসস্তূপ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে।
অন্যদিকে, উত্তরপূর্ব রাসুওয়া জেলায় নেপালি পুলিশের একটি দল কমপক্ষে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে বিদেশি পর্বতারোহী আছেন।
২৫ ও ২৬শে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫৬ তে। এ ছাড়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,১২৩ তে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান