কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে অপহৃত ৫০ জন মাঝি-মাল্লাকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। দুইদিন আটকে রাখার পর রোববার বিকালের দিকে এসব মাঝি-মাল্লাদের ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্তি পাওয়া মাঝি-মাল্লারা এরই মধ্যে বাড়ি ফিরেছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, শনিবার বঙ্গোপসাগরের টেকনাফ থেকে মহেশখালীর বিভিন্ন পয়েন্টে দফায় দফায় হামলা চালিয়ে লুটপাট শেষে ফিশিং ট্রলার মালিকসহ ৫০জন জেলেকে অপহরণ করা করে নিয়ে যায় জলদস্যূরা। পরে জলদস্যুরা বোটের মালিকদের ফোন করে মুক্তিপণ দাবী করে। এ বিষয়ে মামলার পথে গিয়েও কোন সুরাহা করতে না পেরে শেষে বিশাল অংকের মুক্তিপণ দিয়ে অপহৃতদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, মুক্তিপণ হাতে পাওয়ার পর রবিবার দুপুরের দিকে অপহৃত জেলেদের মুক্তি দিয়ে একটি ফিশিং ট্রলারে তুলে দেয় বলে জানিয়েছেন বোট মালিক সভাপতি মুজিবুর রহমান। মুক্তি পাওয়া জেলেরা রাতের মধ্যে কূলে ফিরেছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে সাগরে অব্যাহত ডাকাতি আর অপহরণের শিকার হয়ে বিপন্ন হয়ে উঠেছে জেলেদের জীবন। কিন্তু দীর্ঘ দিন ধরে এটা চলে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এতে করে আরো বেপরোয়া হয়ে উঠছে দস্যুরা। সেই সাথে ব্যাঘাত ঘটছে জেলেদের মাছ ধরায়। জেলেরা বার বার দাবি জানিয়ে আসছেন সাগরকে নিরাপদ করা হোক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান