ডেস্ক : মাফিয়া ডন দাউদ ইব্রাহীম আত্মসমর্পন করতে চেয়েছিল বলে ভারতের সাবেক পুলিশ কমিশনার নিরাজ কুমার সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন পরবর্তীতে নিজের দেওয়া বক্তব্য থেকে তিনি সরে দাঁড়ালেন ।
নিরাজ কুমার বলছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু ভারতের কর্তৃপক্ষের নিকট সে নিজেকে সোপর্দের বিষয়ে বিশেষভাবে কোন ইচ্ছে প্রকাশ করেনি।
ইতিপূর্বে সিএনন এবং আইবিএন’কে দেওয়া সাক্ষাৎকারে নিরাজ কুমার দাউদ ইব্রাহীমের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে, দাউদ ইব্রাহীম ১৯৯৩ সালের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত নয় বলে সে দাবি করছে এবং সে তার নিরাপত্তার কথা বলেছে।
তবে, নিরাজ কুমার এখন দাবি করছেন, দাউদের পক্ষ থেকে আত্মসমর্পনের কোন প্রস্তাব আসেনি। এবং আমিও আত্মসমর্পনের বিষয়ে দাউদ ইব্রাহীমকে কিছু বলি নাই। তার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সিবিআইয়ের সাবেক যুগ্ম কমিশনার শান্তনু সেন বলেছেন, দাউদের সঙ্গে আমাদের সাক্ষাত হয়েছে। কিন্তু সে সামনা সামনি এসে মামলায় লড়তে চায়নি। আমাদের উপর কোনো রাজনৈতিক চাপ ছিল না।
অপরদিকে সাবেক সিবিআই প্রধান বিজয় রামাও এ দাবি খন্ডন করে বলেছেন, নিরাজ কুমারের কথা আমরা নোট করেছি। কিন্তু দাউদ ইব্রাহীম পক্ষ থেকে আত্মসমর্পনের কথা এসেছে এখানে এমন কোনো তথ্য নেই।
আমরা তাকে গ্রেফতারের জন্য সর্বশক্তি নিয়োগ করেছি এবং প্রস্তাব আসার কোনো তথ্য আমাদের কাছে নেই।
যদি আত্মসমর্পনের কোনো তথ্য আসতো তাহলে ভারত সরকার তা নাকোচ করতো না।
আমার সময়ে আমি তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করেছি এবং সিনিয়র অফিসারদেরকেও দাউদকে গ্রেফতারের প্রক্রিয়া বন্ধ না করতে বলেছি।
সিবিআই সূত্র জানিয়েছে, তাদের কাছে এমন কোনো ফাইল নেই যাতে দাউদ ইব্রাহীমের আত্মসমর্পনের কথা আছে।
এদিকে আইনজীবী রামজিত মালানি দাবি করছেন, দাউদ তাকে আত্মসমর্পনের কথা বলেছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান