ডেস্ক : ভারতে কর্তৃপক্ষ একটি গরুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রবেশপত্র দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে সামাজিক মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এনিয়ে তুমুল হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। এমনকি গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠও। বিরোধী রাজনৈতিক জোটও এর ব্যাখ্যা দাবি করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এই ঘটনাটি ঘটেছে।
প্রবেশপত্রে লেখা আছে নাম ‘কাছির গাউ’ স্থানীয় ভাষায় যার অর্থ বাদামী রঙের গরু।
শুধু তাই নয়, ওই প্রবেশপত্রে একটি গরুর ছবিও দেওয়া আছে।