ঢাকা : শাহ আমানত বিমান বন্দর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ দুই দুই ট্রাফিক হেলপারকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন; বেলাল হোসেন ও শেখ কামাল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক বিভাগ এক ক্ষুদে বার্তায় জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে দুবাই থেকে এফজেড৫৮৯ বিমানে শাহ আমানতে ল্যা- করে। এসময় তারা দুইজনে দুইটি সিগারেটের প্যাকেট নিয়ে বের হচ্ছিল। এসময় শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের সন্দেহ করে আটকের চেষ্টা করে। তখন তারা দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে ধরে ফেলে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর তাদের হাতে থাকা দুইটি লাগেজের ভেতরে সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৪০ টি স্বর্ণের বার উদ্ধর করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। এর বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান