নারায়ণগঞ্জ : রূপগঞ্জের একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে ২০ শ্রমিক আহত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৮টার দিকে ৫তলার ফ্লোরে একটি কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে ওই ফ্লোরটি ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় শ্রমিকরা আগুন বলে চিৎকার শুরু করলে ৭তলা ভবনের প্রতিটি ফ্লোরের শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা তাড়াহুড়ো করে নেমে কারখানার মূল ফটকে চলে আসেন। এসময় রাহিমা আক্তার, মোমেলা খাতুন, ইব্রাহিম মিয়া, সোহেল মিয়া, সাইদুর রহমান, আকলিমা আক্তারসহ কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান