চট্টগ্রাম : চট্টগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ভারতীয় শিশু জুয়েলকে নয়দিন পর উদ্ধারের পর তার মায়ের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।
জানা গেছে, গত ২৭ এপ্রিল শিশু জুয়েল হারিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন রাস্তা থেকে তাকে উদ্ধারের পর কোতোয়ালী থানায় নিয়ে পুলিশের কাছে দেন। পুলিশ তার বাবা-মা ও স্বজনদের খোঁজ না পেয়ে কোতোয়ালী শিশুটিকে নগরীর ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে শিশুটিকে কাউন্সেলিং করে তার মা-বাবার ঠিকানা বের করা হয়। শনিবার দুপুরে ভারতীয় ওই শিশুটির মায়ের খোঁজ পেয়ে পুলিশ তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।
ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সহকারি কমিশনার মাহমুদা বেগম বলেন, 'শিশুটির ঠিকানা পাওয়ার পর ত্রিপুরার রাজ্যের সোনামুড়া থানায় যোগাযোগ করা হয়। সেখানকার পুলিশ শিশুর বাবা জাহাঙ্গীর মিয়াকে জানায়। এরপর বাংলাদেশে থাকা শিশুটির আত্মীয়রা থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে শিশুটির মা শাহীনা ভিকটিম সাপোর্ট সেন্টারে আসেন।
শিশুর স্বজনরা জানান, গত ২৩ এপ্রিল ভারতের সোনামুড়া থানার বেজিমারা গ্রাম থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী গ্রামে নানা বাড়িতে নানার সঙ্গে বেড়াতে আসে জুয়েল। গত ২৪ তারিখ তার মামার সঙ্গে মামার শ্বশুর বাড়ি চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় বেড়াতে আসে। সেখানে বাড়ির সামনে নির্বাচনী মিছিল দেখতে গিয়ে সে নিখোঁজ হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান