ঢাকা : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য সুদানের উদ্দেশে ১৫২ সেনা সদস্য ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার ফোর্স রিজার্ভ কোম্পানি-১ এর মেজর মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫২ সেনা সদস্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় ইউনাইটেড নেশন্স হাইব্রিড অপারেশন্স ইন দারফুর (ইউনামিড) সুদানে কাজ করবেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের ইউনামিডনে ২০০৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভের পরও দারফুরে এখনো জাতিগত সংঘাত বিদ্যমান। দারফুরে সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।